সবাইকে ভুলে গেছে খাদিজা!

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো কাউকে চিনতে পারছেন না তিনি।  সোমবার (১৭ অক্টোবর) তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হবে।

রোববার (১৬ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন ও খাদিজার মামা মো. আব্দুল বাসেত।

মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে। খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন চিকিৎসকরা। ডাকলে চোখ মেলে তাকাচ্ছে, কিন্তু কাউকে চিনতে পারছে না। এখন পযর্ন্ত কথা বলতে পারছে না। ডান হাত ও পা নাড়ালেও বাম পাশে কোনও নড়াচড়া নেই।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা দিয়ে বের হয়ে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন  সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। খাদিজা বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর হামলাকারী বদরুল বর্তমানে জেল হাজতে রয়েছেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত