লামায় হাতির আক্রমণে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ : ২৯ মে ২০১৬, ১৫:৫০
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মেহেরুন্নেছা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় মৃতছাত্রীর মা ও তার ছোট বোন আহত হয়েছেন।
রবিবার (২৯ মে) ভোরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরুন্নেছা ওই এলাকার মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে। সে সরই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন- আমেনা বেগম (৪৫) ও তাসিয়া বেগম (৫)। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতে ১০/১২টি হাতি লোকালয়ে চলে আসে। ভোরে হাতির পাল এলাকার বেশ কয়েকটি কাঁচা ঘর গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে হাতির পাল মেহেরুন্নেছাদের ঘরে আক্রমণ চালালে তার মা ও বোন পালিয়ে যেতে সক্ষম হলেও মেহেরুন্নেছাকে আছড়ে মারে হাতির দল।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম জানান, জঙ্গলে খাদ্যের অভাবে হাতির পালটি লোকালয়ে হানা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।