৬ মাসের শিশুকে ফেলে গেলো কে!

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ২১:২৪

জাগরণীয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া খেলার মাঠে ছয় মাস বয়সী একটি কন্যাশিশুকে কে বা কারা ফেলে রেখে চলে গেছে।  

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সদর থানা পুলিশ সুস্থ-সবল শিশুটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, সকালে কাজীপাড়া মহল্লার একটি খোলা মাঠে শিশুটি কাঁদছিল। তার আশপাশে কোনো অভিভাবক ছিল না। দীর্ঘ সময় একা শিশুটিকে কাঁদতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

ওসি আরো জানান, কেউ শিশুটিকে মাঠে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে বর্তমানে শহরের মেড্ডা এলাকায় সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে।

তিনি বলেন, "শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে শিশুটিকে তাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা চলছে"।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত