খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:০৪
জাগরণীয়া ডেস্ক
সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। তিনি এখন স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
বৃহস্পতিবার খাদিজাকে ভেন্টিলেশন মেশিন থেকে আলাদা করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্ট ছাড়া খাদিজা কত সময় থাকতে পারেন সে বিষয়ে পরীক্ষা করেছেন তারা।
চিকিৎসকেরা জানান, খাদিজা ভালোই সাড়া দিচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ভেন্টিলেশন মেশিন ছাড়া সব সময় শ্বাস নিতে পারলে লাইফ সাপোর্ট পুরোপুরি খুলে দেওয়া হবে।
বেলা পৌনে তিনটার দিকে এ কথা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা লাইফ সাপোর্ট খুলে টেস্ট করছি যে, খাদিজা কতক্ষণ থাকতে পারেন।’