বাল্যবিয়ের দায়ে কনের বাবার কারাদণ্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:৩৭

জাগরণীয়া ডেস্ক

বরগুনায় কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে আবদুল মোতালেব সিকদার ‍নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৯ অক্টোবর (রোববার) দুপুর আড়াইটার দিকে বরগুনার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীফ রেজা এ নির্দেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আবদুল বরগুনা সদর উপজেলার আট নম্বর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে আবদুল তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেন।

রোববার দুপুরে বরযাত্রীরা বউকে তুলে নিতে মেয়ের বাড়িতে আসেন। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বরসহ অতিথিরা পালিয়ে যায়। পরে মেয়ের বাবাকে আটক করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম জানান, ভূয়া জন্ম নিবন্ধন তৈরি করে ওই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত