আজিমপুরের তিন নারী জঙ্গি ডিবি হেফাজতে
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ২১:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/10/08/image-3014.jpg)
আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আহত তিন নারী জঙ্গি এখন ডিবি হেফাজতে।
শনিবার (০৮ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন তিন নারী জঙ্গি খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট পরিয়ে নিয়ে যান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডিবির কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।