'খাদিজাকে হামলা ছাত্রলীগে অবক্ষয়ের প্রমাণ'

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ২৩:৫৩

জাগরণীয়া ডেস্ক

সিলেটে ছাত্রলীগ নেতা কর্তৃক কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনা ছাত্রলীগ নেতাদের মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই সরকার ভোট ছাড়া সরকার, ভোটারবিহীন একটি সরকার। তাদের সরকারে থাকার নৈতিক কোনো ভিত্তি নাই, অনৈতিকভাবে তারা আছে। অনৈতিকভাবে যদি থাকে, তার যারা ফলোয়ার, তাদের কী নৈতিকতার শিক্ষা হবে?”

খাদিজার ওপর হামলা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেখানে উনার (শেখ হাসিনা) ছাত্রলীগের নেতা এই ঘটনা ঘটিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর উচিৎ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে বলা, আমার ছাত্রলীগের নেতাদের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। জনগণের মূল্যবোধের অবক্ষয় হয় নাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে খাদিজাকে কুপানোর ঘটনায় আসামী বদরুলকে বিচারের মুখোমুখি করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এমসি কলেজ প্রাঙ্গণে খাদিজাকে কোপানোর দৃশ‌্য অনেকে মোবাইলে ধারণ করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “একটা লোক কোপাচ্ছে আর এতগুলো লোক দেখছে! তারা কি একজোট হয়ে ওই লোকটাকে ধাওয়া দিতে পারত না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারত না? কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত