যাত্রাবাড়ীতে নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:৩৩
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহাঙ্গীর জানান, নিহতের নাম শিল্পী (৩০)। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, শনিবার রাতে দুর্বৃত্তরা রসুলপুরে বাড়িতে ঢুকে শিল্পীকে কুপিয়ে হত্যা করে। এসময় তার ভাবি পারুলকেও (২৫) কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১২টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে শিল্পীর লাশ উদ্ধার করে।