মানিকগঞ্জে শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৭

জাগরণীয়া ডেস্ক

মানিকগঞ্জ শহরে শ্বশুরবাড়ি থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের পূর্ব দাশড়া এলাকা থেকে প্রিয়া সাহার (২১) লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আমিনুর রহমান।  

প্রিয়া ওই এলাকার দীপঙ্কর সরকারের স্ত্রী ও মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

প্রিয়ার শ্বশুর-শাশুড়ির বরাত দিয়ে ওসি বলেন, প্রিয়ার স্বামী দীপঙ্কর ঢাকার নর্দান ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত ৭ অগাস্ট তাদের বিয়ে হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় গেছেন দীপঙ্কর।

বাসার এক কক্ষে প্রিয়া আর অন্য কক্ষে থাকেন তার বৃদ্ধ শশুর-শাশুড়ি। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রিয়ার লাশ দেখতে পেয়ে তারা খবর দেন পুলিশকে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তাকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

ওসি বলেন, প্রিয়ার বাবার বাড়ির লোকজন এখনও এসে পৌঁছায়নি। তাদের বক্তব্যসহ তদন্ত করা হবে পুরো বিষয়টি।  

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত