ঝিনাইদহে আবাসিক হলের ছাত্রী নিখোঁজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯

জাগরণীয়া ডেস্ক

ঝিনাইদহ শহরের শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হল থেকে নুপুর খাতুন (১১) নামের ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আবাসিক হল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর পাওয়া যায়নি তাকে। নিখোঁজ স্কুল ছাত্রী কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আমিন কাজীর মেয়ে। এ ঘটনার পর থেকে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেন পলাতক রয়েছে।    

নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঈদের ছুটি শেষে নুপুরকে তার ভাই আলামিনের সাথে  পৌঁছে দেওয়া দেয় আবাসিক হলে। সে দুপুরে ও বিকেলে স্কুলে ক্লাসও করেছে। বিকাল সাড়ে ৪ টায় নিখোঁজ হয় নুপুর খাতুন। রাতে স্কুলের এক শিক্ষক মোবাইলে ঘটনাটি আমিন কাজীকে জানালে সে পরিচালক মোজাম্মেল হোসেনের কাছে বিষয়টি জানতে চায়। ওই সময় পরিচালক অস্বীকার করে বিষয়টি। উপায় না পেয়ে আমিন কাজী রাত ১১ টায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে বিষয়টি তদন্ত করতে পুলিশ ওই আবাসিক হলে যায়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক, কেয়ারটেকার ও পরিচালকের স্ত্রীসহ ৬ জনকে থানায় নিয়ে আসে।

এ ঘটনার পর পরিচালক মোজাম্মেল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয়রা দেখেছে বিকেলে অভিভাবকের মত একজন লোকের সাথে সে চলে গেছে। 

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, স্কুল ছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত