গুলশান ও শোলাকিয়া হামলা: অস্ত্র এসেছে ভারত হয়ে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮

জাগরণীয়া ডেস্ক

 

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র ও অর্থ ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশে এসেছে।  

এ তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলায় দেশের বাইরে থেকে অস্ত্রের যোগান দেয়া হয়। ভারত হয়ে অস্ত্রগুলো বাংলাদেশে আনা হয়। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো রুট হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে জঙ্গিরা অস্ত্রগুলো কোন দেশে থেকে আনা হয়েছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও জানান, হুন্ডির মাধ্যমে হামলায় ব্যবহৃত অর্থ দেশে এনেছে জঙ্গিরা। এ দুই হামলার আগে ১৪ লাখ টাকা গ্রহণ করে তারা। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানাতে পারেননি তিনি। এ অর্থ-অস্ত্র কারা প্রথমে প্রেরণ ও গ্রহণ করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মনিরুল।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের প্রতিরোধ করতে গিয়ে নিহত হন উচ্চপদস্থ দুই পুলিশ সদস্য। 

পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে রাতব্যাপী জিম্মি ঘটনার। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৬ জঙ্গি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত