জঙ্গিদের জন্য এত টানের রহস্য কী? : শেখ হাসিনা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫২

জাগরণীয়া ডেস্ক

জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার পরিপেক্ষিতে জঙ্গিদের সঙ্গে তার সংশ্লিষ্টতার ইঙ্গিত করেছেন শেখ হাসিনা। এছাড়া যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার হিসেবে বর্ণনা করে এদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। তারা কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। তারা জানত যে এ আল-বদর ও রাজাকাররা জনগণকে নির্যাতন করেছে, তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে।’

তিনি আরোও বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং ভোট চুরি করে যারা বঙ্গবন্ধুর খুনীদের সংসদে বসিয়েছে তারাই সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার। তারা মানবতা বিরোধী এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

গুলশান হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযানে হতাহত নিয়ে প্রশ্ন তুলে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তারা গুলি খেল কেন- এই মায়াকান্না কাঁদছে খালেদা জিয়া। কেন জঙ্গিদের মারা হল? তার জন্য মায়াকান্না। এটা খুঁজে বের করতে হবে, এদের জন্য এত টান কেন? এর রহস্য কী?’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত