নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে ঝিনাইদহ
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৬, ২০:০৩
বেশ কয়েকটি সাম্প্রদায়িক হত্যাকাণ্ড ও জঙ্গি আস্তানার খোঁজ পাওয়ার পর এবার পুরো ঝিনাইদহ শহরকে নিরাপত্তার বলয়ে ঘিরে দেয়া হচ্ছে।
ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দীন বলেন, "আমরা পুরো ঝিনাইদহ শহরকে নিরাপত্তার চাদওে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছি। শহরের ১৪০টি স্পটে সিসি ক্যামেরা লাগানো হবে। সিসি ক্যামেরা বাবদ ব্যয় ধরা হয়েছে ১৮ থেকে ১৯ লাখ টাকা। এরইমধ্যে স্পট চিহ্নিত করে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। জেলা পুলিশের বাস্তবায়নে সিসি ক্যামেরা বসানোর কাজ শীঘ্রই শুরু হবে”।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জঙ্গিবাদ দমন ও ব্যবসা প্রতিষ্ঠানের কথা ভেবে ঝিনাইদহ শহর সিসি ক্যামেরার আওতায় আসছে। এ নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হবে। বিষয়টি নিয়ে র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।