‘জঙ্গিবাদ প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে’
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2016/09/03/image-2301.jpg)
পটিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নারী সমাবেশ ২ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতি বীরের জাতি। তারা কখনও কোন ধর্মান্ধ-উগ্রবাদী গোষ্ঠীর কাছে মাথানত করেনি। এখনও তারা সন্ত্রাসী কোন গোষ্ঠীর কাছে মাথানত করবে না। সন্ত্রাসীরা কুলাঙ্গার-দানব, তারা মানুষ নয়। এ সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসদের প্রতিহত করতে হবে।
নারী সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, সন্তান কোন এধরনের সন্ত্রাসদের ষড়যন্ত্রে বিপদগামী হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে সকল মায়েদের। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহত করতে নারী সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সংগঠনের সভানেত্রী মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইনসানা নাছরিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আকম সামশুজ্জামান, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, সাধারান সম্পাদক আলমগীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আবদুল খালেক, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আলমগীর খালেদ, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউপি চেয়ারম্যান এহসানুল হক, আওয়ামী লীগ নেতা এম এজাজ চৌধুরী, নুরুল করিম, হোসাইন রানা, ছাত্রনেতা নাজমুল সাকের সিদ্দিকী, কামাল উদ্দিন, জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ শিল্পী মিত্র, আনজুমান আরা হক, সেলিনা আকতার, লাকী মিত্র, জুনু বেগম, শিখা দে, হোসনেরা বেগম, নিপু তালুকদার, শিখা রানী, শাহীন আকতার, স্বপ্না চৌধুরী, শাহনাজ ফরদি, ফরিদা পারভীন, হাসিনা আকতার, ইয়াছমিন আকতার, চাদ সুলতানা, রোকেয়া আকতার, বুলবুল আকতার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।