বজ্রপাতে নারী-পুরুষসহ আহত ৪
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৯
জাগরণীয়া ডেস্ক
মেহেরপুর ও গাংনী উপজেলার দু’টি পল্লীতে বজ্রপাতে নারীসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের আব্বাস আলী (৪৫), একই এলাকার এস্তোফা হকের স্ত্রী শিউলী আক্তার (৩৪), কায়েম আলীর স্ত্রী মাছেদা খাতুন (৫০) ও গাংনী উপজেলার নওপাড়া গ্রামের নবীনপুর এলাকার রেজিনা খাতুন (৪৮)।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ওই চারজন ঘরের বারান্দায় ছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, বজ্রপাতে আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
0Shares