আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৬, ১৬:৩২

জাগরণীয়া ডেস্ক

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক কিশোরী।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মেছরদিয়া পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বিয়ে বন্ধ করেন।

লুৎফুন নাহার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ে আয়োজনের কথা শুনে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরসহ বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দোষী সাব্যস্ত করে কিশোরীর বাবা আমিরউদ্দীন ও মা সালমা বেগমকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়ের বাবা মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বলেও জানান ইউএনও লুৎফুন নাহার। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত