২৮ দিন পর চুয়াডাঙ্গার নিখোঁজ দুই বোন উদ্ধার

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১৪:০৬

জাগরণীয়া ডেস্ক

নিখোঁজের ২৮ দিন পর চুয়াডাঙ্গার মাদ্রাসাছাত্রী দুই বোনকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছে তিনজন।

মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুই বোনকে উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন দর্শনার মোবারকপাড়ার লিটনের স্ত্রী লাবণী ওরফে আয়সা ওরফে আলেয়া (৪৫), আজমপুরের ভাড়া বাসায় বসবাসরত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ রানা (৩০) ও হঠাৎপাড়ার আমির হোসেনের ছেলে মামুন হোসেন (২৮)।

অভিযোগ করা হয়েছে, প্রেমের সম্পর্ক গড়ে ঢাকায় নিয়ে ১৪-১৫ বছর বয়সী এই দুই মামাত-ফুফাত বোনকে যৌনকর্মীর কাজে বাধ্য করা হত।

দুই বোনের বরাত দিয়ে ওসি সাংবাদিকদের বলেন, "রানা ও মামুন তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৭ জুলাই রাত ৮টার দিকে তারা দুই বোনকে ঢাকার সাভারে ওভার ব্রিজের সামনে লাবণীর বাসায় নিয়ে যান। সেখানে লাবণী তাদের দিয়ে যৌনকর্মীর কাজ করান। রাজি না হলে শারীরিক নির্যাতন করা হত”।

তিনি বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক সোমবার রাত দেড়টার দিকে দুই বোনকে উদ্ধার ও লাবণীকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে দর্শনা থেকে রানা ও মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, লাবণী মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত। ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচ মাদক বিক্রেতাকে খুঁজছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত