জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১০:১৯
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বুধবার(২৪ আগষ্ট) ভোরে গাজীপুর ও টঙ্গী থেকে তাদের আটক করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের উপ পরিচালক মেজর রইসুল এই তথ্য জানান।
তিনি জানান, ‘আটককৃত ৫ জনকে টঙ্গি ও গাজীপুর এলাকা থেকে আটক করা হয়েছে। রাশেদুজ্জামান রোজ সম্প্রতি কানাডা থেকে ফিরেছেন।’ বাকি চারজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, র্যাবের হেড কোয়ার্টারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক এএসপি মিজান বলেন, ‘অভিযানকালে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।’ তবে কী পরিমাণ উদ্ধার করা হয়েছে, তা অভিযান শেষে জানানো হবে বলেও তিনি জানান।