বাংলাদেশে করোনাভাইরাস

মৃত্যুর মিছিলে আরও ৫৩ সংযুক্তি, শনাক্ত ৩৮৬২

প্রকাশ : ১৬ জুন ২০২০, ১৩:১৮

জাগরণীয়া ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বাংলাদেশে মৃত্যু মিছিল অব্যাহত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ভাইরাসটির করাল গ্রাসে দেশে গত ২৪ ঘন্টায় ৫৩ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এর ফলে সর্বমোট মৃতের সংখ্যা হয় ১২৬২।

এছাড়াও সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হওয়া রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৬২ জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্ত ৯৪,৪৮১।

১৬ জুন বিকাল আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসকল তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তথ্যমতে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত