করোনায় নতুন রেকর্ড; শনাক্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু ১৫ জনের
প্রকাশ : ১৫ মে ২০২০, ১৪:৪০
জাগরণীয়া ডেস্ক
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়ে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে ২৯৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০২ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।
১৫ মে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৫ লাখ এরও বেশী। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে তিন লাখ। তবে আশার খবর ১৭ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর শনাক্তের সংখ্যা দিনের পর দিনে বাড়লেও এক সঙ্গে ১২শ এর বেশী এই প্রথম শনাক্ত।
0Shares