ভারতে অনুপ্রবেশের অভিযোগে নারীসহ ৯ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৬, ১৫:৩৩

জাগরণীয়া ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে ১ নারীসহ ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

তারা হলেন- মুকুল হোসেন, শফিকুল সর্দার, রায়হান ইসলাম, মিজানুর ইসলাম, আবদুল গনি, জামশেদ গাজী, জিয়ারউল ইসলাম, হাসান আলী এবং ফাতেমা বিবি।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। 

এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেসের জানায়, বুধবার (১৭ আগস্ট) উত্তর চব্বিশ পরগণার বাসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত এলাকার কাছ থেকে ওই ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সবার বয়স ২০ এর কোটায়। এরই মধ্যে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ৯ বাংলাদেশিকে বাসিরহাট আদালতে হাজির করা হলে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।

চব্বিশ পরগণার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, তারা  অবৈধভাবে প্রবেশ করছিল। আমরা তাদেরকে ১৯৪৬ সালের ফরেইনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারার আওতায় গ্রেপ্তার দেখিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কাজের জন্য ভারতের দক্ষিণাঞ্চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। 

এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত