ভোলাহাটে দুই গৃহবধুর আত্মহত্যা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৯:১৯

জাকির হোসেন পিংকু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বুধবার (৮ এপ্রিল) বিষ পানে ও গলায় ফাঁস দিয়ে দুজন গৃহবধু আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এরা  হলেন বজরাটেক গ্রামের আজম আলীর স্ত্রী মাসকুরা আক্তার বিউটি (২৮) ও ছোট জামবাড়িয়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম(৩২)।

বুধবার দুপুর আড়াইটার দিকে খাদিজা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে দু'সন্তানের জননী বিউটি গত মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে স্বামীর বাড়িতে বিষপানের পর রাজশাহীতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। পুলিশ সন্ধ্যা ও বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে।

ভোলাহাট থানার ওসি নাসিরুদ্দিন মন্ডল ঘটনা দুটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মধ্যে বিউটির আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে খাদিজার মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। খাদিজা স্বামীকে নিয়ে পিতার বাড়িতেই থাকতেন বলেও জানান ওসি।

বিউটির মরদেহ উদ্ধারকারী ভোলাহাট থানার উপপরিদর্শক(এসআই) রাজু আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে বিউটি পরকীয়া প্রেমের কারণে স্বামীর সাথে কলহের জের ধরে কীটনাশক পান করেন বলে জানা গেছে। তিনি প্রতিবেশি সেনা সদস্য এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলে জানা গেছে। এ নিয়ে স্বামীর সাথে কিছুদিন যাবৎ তার কলহ চলছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান উপপরিদর্শক রাজু। ওই সেনা সদস্যের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সূত্রেও বিউটির মৃত্যুর কারণ হিসেব সেনা সদস্যের সাথে পরকীয়া নিয়ে স্বামীর সাথে কলহ বরে জানা গেছে।

বিউটির মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলেও জানান উপপরিদর্শক রাজু।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত