করোনায় নতুন আক্রান্ত ৪১, আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৪:২২
জাগরণীয়া ডেস্ক
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ জন । এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৭ জনের মৃত্যু ও ১৬৪ জন আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এছাড়াও বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭৪,৮২০ জনে। এবং মোট আক্রান্তের সংখ্যা ১৩,৪৯,৮৭৭ জন।
0Shares