গাইবান্ধায় বাল্যবিয়ের অপরাধে পাঁচজনের জরিমানা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৬, ২০:২৮
এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়ে করায় অপরাধে বাসরঘর থেকে বর আব্দুল আজিজ ব্যাপারী (২০) ও কনেসহ পাঁচজনকে আটকের একদিন পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব এ জরিমানা আদায় করেন।
বর আব্দুল আজিজ ব্যাপারী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মধ্য ভাঙ্গমোড় গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এফিডেভিটের মাধ্যমে আব্দুল আজিজ নিজের ও নববধূর বয়স বাড়িয়ে সোহেলী আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে বর আব্দুল আজিজ ব্যাপারী তার নববধূকে নিয়ে বাসর ঘরে অবস্থান করেন।
এমন সময় গোপন খবরে পুলিশসহ অভিযান চালান সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার। পরে বর-কনেসহ বরের দুই বোন শিরিনা আক্তার ও হাসিনা বেগম এবং ভগ্নিপতি জহুরুল ইসলাম আটক করে থানায় আনা হয়।
ওসি আরও জানান, এক রাত সাদুল্যাপুর থানা হাজতে থাকার পর বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন।