প্রতিবাদের মুখে বন্ধ করোনা রোগীদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৮:২৮
রাজধানীর তেজগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল তৈরির কাজ শুরু পর নির্মাণের কাজে বাধা দিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও কিছু ব্যক্তি। হাসপাতালটির নির্মাণকাজ শুরু করে আকিজ গ্রুপ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে তেজগাঁও বাণিজ্যিক এলাকার শতাধিক বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ঘণ্টাব্যাপী ওই প্রতিবাদ কর্মসূচী চলে। এ সময় স্থানীয়রা হাসপাতালটির নির্মাণ শ্রমিকদের ওপরও হামলা চালায়।
স্থানীয় লোকজন জানান, শিল্প এলাকার ১৮৪ নম্বর প্লটে নির্মাণাধীন হাসপাতালের লোকজন আসার পর সেখানে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি।
তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি বলেন, আমি মনে করি, এটা যেহেতু মহল্লা হচ্ছে। তাই এখানে করোনারভাইরাসে আক্রান্তদের হাসপাতাল হওয়া ঠিক হবে না। আমি এটার পক্ষে না।
তেজগাঁও থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, কাউন্সিলর আসার পর বেশ কিছুক্ষণ এখানে স্থানীয় লোকজন ছিলেন। পরে তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।