ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেললেন নারী
প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ২৩:২৬
ধর্ষণ থেকে বাঁচতে ধর্ষকের জিব কামড়ে ছিঁড়ে ফেললেন এক নারী। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ ঘটনাটি ঘটেছে। ধর্ষণের চেষ্টা করা স্থানীয় সাগর মণ্ডলকে (৪৪) গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
০২ মার্চ (সোমবার) দিবাগত রাত একটার দিকে উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাগরের এক ইঞ্চি জিব বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত একটার দিকে ওই নারী নিজের ঘরে যাচ্ছিলেন। এ সময় সাগর মণ্ডলও তাঁর ঘরে ঢুকে যান। তিনি নারীকে ধর্ষণের চেষ্টা করেন। নারীটি চিৎকার দিলেও তাৎক্ষণিক কেউ বুঝতে পারেনি। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করতে সাগরের জিব কামড় দিয়ে এক ইঞ্চি কেটে বিচ্ছিন্ন করে দেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, তারা মিটফোর্ড হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছেন সেখানে সাগর নেই। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হচ্ছে।