ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ০১
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৯, ১৪:২৭
জাগরণীয়া ডেস্ক
ঢাকার ধামরাই উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জমির খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জমির ধলুট গ্রামের মোবারক খানের ছেলে।
৩০ আগস্ট (শুক্রবার) বিকালে ধামরাইয়ের ধলুট গ্রাম থেকে জমিরকে গ্রেপ্তার করে পুলিশ।
ধামরাই থানার এসআই মো. জুয়েল হোসেন জানান, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) ঐ কিশোরীকে ফুঁসলিয়ে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে ধর্ষণ করে জমির। কিশোরী বাড়ি ফিরে জানালে তার বাবা থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জমির শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।