কাবিননামায় ‘কুমারী’ শব্দটি বাতিলের নির্দেশ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৪:২৬
বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাবিননামার ৫ নম্বর কলামে উল্লিখিত ‘কুমারী’ শব্দটি বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৫ আগস্ট (রবিবার) এক রিটের শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও খিজির আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেইসাথে ছেলেমেয়ে উভয়ের তথ্য নিবন্ধনে রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
বিয়ের কাবিননামার ফরমে ৫ নম্বর কলামটি বৈষম্যমূলক উল্লেখ করে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, নারীপক্ষ এবং বাংলাদেশ মহিলা পরিষদ রিট আবেদন করে। কনে 'কুমারী', 'বিধবা' ও 'তালাকপ্রাপ্ত' সংক্রান্ত ৫ নম্বর কলাম থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা লিপি।
রায় শেষে অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, বিয়ের কাবিননামায় দুটি কলামে বৈষম্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করেছি। আদালত শুনানি শেষে বিয়ের কাবিননামা (রেজিস্ট্রেশন) ফরমে ৫ নম্বর কলামে কনে 'কুমারী' শব্দের পরিবর্তে 'অবিবাহিত' লিখতে রায় দিয়েছেন। এ ছাড়া কাবিননামার ফরমে ৪-এর (ক) উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রেও বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তার তথ্য লিপিবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।