পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী আটক
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৩৬
পাসপোর্ট করতে গিয়ে চট্টগ্রামে সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে নগরের মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে তাকে আটক করা হয়। এসময় তাকে সহযোগিতার অভিযোগে রেজাউল হক নামে এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবু সাঈদ বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট করার ব্যাপারে কর্মকর্তা–কর্মচারীদের পূর্বেই সতর্ক করা হয়েছে। সুমাইয়াকে সন্দেহজনক মনে হওয়ায় তার আবেদন গ্রহণ না করে তাকে ডেকে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমাইয়া স্বীকার করেন, দেড় বছর আগে মিয়ানমার থেকে তিনি কক্সবাজার ক্যাম্পে এসেছিলেন। দেড় মাস আগে ক্যাম্প থেকে চট্টগ্রাম শহরে আসেন তিনি। রেজাউলের সহযোগিতায় হাটহাজারীর ধলই ইউনিয়নের মো. ইলিয়াছকে বাবা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসেন তিনি। প্রকৃতপক্ষে তার বাবার নাম আবুল ফয়েজ।
পরে লিখিত অভিযোগ দিয়ে সুমাইয়া ও রেজাউলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।