চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ১৪:৩৬
জাগরণীয়া ডেস্ক
চট্টগ্রামের হালিশহরের এক বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসানা জাহান তাসমি (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
১৪ আগস্ট (বুধবার) সকালে হালিশহর থানার পশ্চিম রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরী পশ্চিম রামপুরা মকবুল আহমেদ বাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে নগরীর খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, বাসার উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় কোনোভাবে বিদ্যুতের তারে লেগে স্পৃষ্ট হয় আফসানা। পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।