ডেঙ্গু আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১২:২৫
জাগরণীয়া ডেস্ক
রাজধানী ঢাকাসহ সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
এ রিটে ডেঙ্গু প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৮ জুলাই (রবিবার) আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রিটটি করেন।
সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।