নারায়ণগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, ০২ শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১১:৪৬
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই বিদ্যালয়ের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত শিক্ষকরা হলেন নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আল-আমিন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক কাউসার হোসেন।
গত ২৪ জুলাই (বুধবার) দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ নির্দেশ দেন। হয়রানির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটিও বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী বলেন, বাগদোবাড়িয়া গ্রামের নির্মিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ইংরেজি শিক্ষক আল-আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার দুপুরে সাংসদ সেলিম ওসমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনায় বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিনকে এবং তাকে সহযোগিতা করার অভিযোগে হিসাববিজ্ঞান শিক্ষক কাউসার হোসেনকে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।