চট্টগ্রামে বৃদ্ধার আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১১:২৭

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামে নগরের বন্দর থানা এলাকায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কুসুম বেগম (৫০) নামে এক বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করেছেন। কুসুম বেগম একই এলাকার নাইমুল হকের স্ত্রী।

১৫ জুলাই (সোমবার) দিনগত রাতে পোর্ট কলোনির ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত