ধামরাইয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ২১:৩২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2019/07/14/image-19201.jpg)
ঢাকার ধামরাইয়ে তিশা রায় (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি একটি এনজিও কার্যালয়ে চাকরি করতেন এবং রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা স্বপন রায়ের মেয়ে।
১৪ জুলাই (রবিবার) ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দুপুরে ঐ বাসার চারতলায় তিশাকে ডাকতে আসেন তার সহকর্মী। এসময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।