চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার নয় বছরের শিশু

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ০৯:৫৯

জাগরণীয়া ডেস্ক

ঢাকায় চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছে নয় বছর বয়সী এক শিশু। এ ঘটনায় সম্রাট (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে ট্রেনের যাত্রীরা।

গত ১০ জুলাই (বুধবার) এ ঘটনা ঘটে। ১১ জুলাই (বৃহস্পতিবার) আটক সম্রাটকে আদালতে নিয়ে যাওয়া হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

কমলাপুর রেলওয়ে থানার এসআই আলী আকবর বলেন, শিশুটির বাবা নেই, তার মা একটি পোশাক কারখানায় কাজ করেন। কমলাপুর রেল স্টেশনে শিশুটিকে একা পেয়ে তাকে বেড়ানোর কথা বলে ট্রেনে তুলে সম্রাট। ট্রেনটি যখন তেজগাঁও স্টেশন পার হচ্ছিল, সেসময় ট্রেনের বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে ট্রেনের যাত্রীরা সম্রাটকে আটক করে বিমানবন্দর স্টেশন ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারিরীক পরীক্ষা করা হয়েছে। মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত