রাজধানীতে খালি ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৭:৩৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর ওয়ারীর বনগ্রামের একটি খালি ফ্ল্যাট থেকে সামিয়া আফরিন সায়মা নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সামিয়া ঐ এলাকার আবদুস সালামের মেয়ে।

গত ০৫ জুলাই (শুক্রবার) এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,পুরান ঢাকার নবাবপুরের ব্যবসায়ী আবদুস সালাম ওয়ারী থানার ১৩৯ বনগ্রামের বাড়ির ৬ তলায় নিজের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন।  শুক্রবার মাগরিবের নামাজের সময় সামিয়া বাসা থেকে নিখোঁজ হয়। ওই ভবনের অষ্টম তলার নির্মাণ কাজ পুরো শেষ হয়নি। নিখোঁজের দুই ঘন্টা পরে নির্মাণাধীন ৮ তলার একটি খালি ফ্ল্যাটে সামিয়ার লাশ পাওয়া যায়।

ওয়ারী থানার এসআই হারুনুর রশিদ জানান, শিশু সামিয়ার গলায় দাগ রয়েছে। এছাড়া ঠোঁটে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত