আশুলিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১১:১১
ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নূর বানুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
গত ০৫ জুলাই (শুক্রবার) দুপুরে তাজপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, নিহত নূর বানু আশুলিয়ায় নেক্সট জেনারেশন নামে একটি কারখানায় অপারেটর পদে কাজ করতেন। স্থানীয় একটি ভাড়া বাড়িতে তার সাত বছরের মেয়েকে নিয়ে থাকতেন। নূর বানুর স্বামী মোস্তাফিজ ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করেন। মাঝেমধ্যে স্ত্রীর কাছে আসেন। দুই দিন আগে স্ত্রীর কাছে আসার পর শুক্রবার দুপুরে কাউকে কিছু না বলে চলে যান। মোস্তাফিজ চলে যাওয়ার পর তাদের মেয়ে মাকে ডাকতে গেলে বিছানায় মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীদের ডাক দিলে নিথর নুর বানুকে দেক্ষে তারা পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নূর বানুর স্বামী মোস্তাফিজকে গ্রেপ্তারের চেষ্টা করছে।