বেড়াতে আসা শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা, দুলাভাইয়ের যাবজ্জীবন
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১০:৪০
বোনের বাড়িতে বেড়াতে আসা ১০ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার অপরাধে শিশুটির দুলাভাই সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। এ টাকা বাদির পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে আদায় করে ট্রাইবুন্যালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
০৩ জুলাই (বুধবার) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.মাইনুল এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ১০ জুলাই বিকালে নাটোরের বনবেলঘরিয়া এলাকার মমিন হোসেনের দশ বছরের শিশুটি তার বড় বোন মৌসুমির বাড়িতে যায়। এসময় মৌসুমি বাড়িতে না থাকায় একা পেয়ে মৌসুমির স্বামী সোহাগ মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় সে চিৎকার শুরু করলে সোহাগ ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং লাশ পাটক্ষেতে ফেলে রাখে। ওইদিন সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ সোহাগকে আটক করে। পরে আদালতে জবানবন্দিও দেন সোহাগ। ২০১৮ সালে এ মামলার বিচারকাজ শুরু হয়।