গাছ কাটাকে কেন্দ্র করে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
প্রকাশ : ০৩ জুলাই ২০১৯, ১৩:২১
গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী এক যুবককে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। রায়ে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আলীমুদ্দীন ও তার স্ত্রী নূরজাহান।
০২ জুলাই (মঙ্গলবার) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি যজ্ঞেশ্বর রায় মামলার বরাত দিয়ে বলেন, প্রায় ১৫ বছর আগে ২০০৪ সালের ৮ অগাস্ট কিশোরগঞ্জের আচমিতা গ্রামে বাড়ির আঙ্গিনায় গাছ কাটাকে কেন্দ্র করে আসামিরা প্রতিবেশী মৃত নূরুজ্জামানের ছেলে মান্নানের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে মান্নানকেকে কুপিয়ে ও বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই এলাকাবাসী এই স্বামী-স্ত্রীকে ধরে পুলিশে দেয়।
২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয়।