দুর্ঘটনাকবলিত উপবন এক্সপ্রেসের নিহতদের পরিচয় মিলেছে

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৩:৩৯

জাগরণীয়া ডেস্ক

সিলেট থেকে ছেড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত উপবন এক্সপ্রেসের নিহত ০৪ জনের পরিচয় পাওয়া গেছে। 

২৪ জুন (সোমবার) বিকেলে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এরা হলেন- বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভানদর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে সানজিদা আক্তার, সিলেটের মোগলাবাজার থানার আবদুল্লাপুর এলাকার আবদুল বারীর মেয়ে ফাহামিদা ইয়াসমিন ইভা এবং ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও শেখের টিলার মৃত চেরাগ মিয়ার মেয়ে মনোয়ারা বেগম ও হবিগঞ্জের বাহুবলের কাওছার আহমেদ।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নুরুল হক বলেন, নিহতদের চারজনেরই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার মধ্যে দু’টি মরদেহ স্বজনদের কাছে আর বাকি দু'টি সিলেট নার্সিং কলেজকে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩ জুন (রবিবার) রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই দুর্ঘটনা কবলিত হয় উপবন এক্সপ্রেস। 

দুর্ঘটনা কবলিত হয়ে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ছিটকে মনছড়া ব্রিজের নিচে পড়ে যায়। আর দু'টি বগি পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত