চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা: চালক-হেলপার রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

প্রবাসী নারীকে ধর্ষণের চেষ্টায় দায়ের করা মামলায় বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

১৭ জুন (রবিবার) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারক বেগম রওশন জাহান এ রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে জর্ডান প্রবাসী ঐ নারী ‘স্বপ্ন পরিবহন’এর বাসে করে মানিকগঞ্জ থেকে ঘিওরের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ১০টা ২৫ মিনিটে গাড়িটি ঘিওর স্টিল ব্রিজের ওপরে উঠলে চালকের নির্দেশে হেলপার ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করে। এরমধ্যে ঐ নারী চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গাড়িটিকে ধাওয়া করে এবং চালক-হেলপারকে আটক করে থানায় খবর দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত