প্রতিবন্ধী গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা সাজানোর অভিযোগ

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১৫:৩৩

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে হত্যা করে ঘটনা আত্মহত্যা বলে সাজানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম হ্যাপি বেগম (৩০)। তিনি উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের জাহাঙ্গীর আলম প্রধান বাবলুর মেয়ে।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, দশ বছর আগে বেতকাপা ইউনিয়নের মুরারীপুর গ্রামের খাজা মিয়ার ছেলে আপেল মাহমুদের সঙ্গে বিয়ে হয় হ্যাপির। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৬ জুন (বৃহস্পতিবার) রাতে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করে। পরে ঘরের তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করে তারা।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন বলেন, ৭ জুন (শুক্রবার) সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ঐ গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত