শাহবাগে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
প্রকাশ : ০২ জুন ২০১৯, ১৩:৩৩
জাগরণীয়া ডেস্ক
ঈদের শপিং করতে এসে রাজধানীর শাহবাগে দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী হালিম (৩০)। নুরুন্নাহারের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার লাকপুর গ্রামে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তিনি দুই সন্তানের জননী।
গত ৩১ মে (শুক্রবার) দিবাগত রাত ৩ টার দিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে স্বামী-স্ত্রী দু’জন শপিং করতে মোটরসাইকেলযোগে নিউমার্কেটে যান। ফেরার পথে আজিজ সুপার মার্কেটের সামনে নির্মাণকাজে নিয়োজিত একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন নুরুন্নাহার।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।