লিচুবাগানে ধর্ষণের শিকার কিশোরী, আটক ০২

প্রকাশ : ০১ জুন ২০১৯, ১৪:২৭

জাগরণীয়া ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিচুবাগানে লিচু কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের রফিক খাঁর ছেলে খলিল খাঁ (২৩) ও খানসামা উপজেলার শুলশুলি গ্রামের কমল দেবনাথের ছেলে রণজিৎ দেবনাথ (৩০)।

গত ৩১ মে (শুক্রবার) দুপুরে উপজেলার রাঙ্গালীপাড়া গ্রামের গোপাল মাস্টারের লিচুবাগানে ধর্ষণের এই ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই আমজাদ আলী মণ্ডল জানান, ঐ লিচুবাগানে লিচু কুড়াতে গেলে বাগানের দুই পাহারাদার মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। বাগান থেকে বেরিয়ে মেয়েটি পরে স্থানীয়দের জানালে তারা দুই পাহারাদারকে আটক করে পুলিশের দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দুইজনই অপরাধ স্বীকার করেছে। কিশোরীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শারিরীক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত