কমলগঞ্জের রহিমপুরে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠান

প্রকাশ : ১২ আগস্ট ২০১৬, ১৩:৪৭

জাগরণীয়া ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

এ উপলক্ষে ১১ আগস্ট বৃহস্পতিবার বিকালে রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাল্য বিবাহ মুক্ত ঘোষণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ। রহিমপুর ইউপি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা এনামুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন অভয় চরণ জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুলোমান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত