‘বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে’

প্রকাশ : ১৯ মে ২০১৯, ২২:৫২

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ মে (রবিবার) গণভবনে আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতারে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “বাংলাদেশ যেন জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পায়। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়া এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া, সেটা যেন আমরা নিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ করে আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।”

ইফতারের আগে অনুষ্ঠানস্থলে এসে শেখ হাসিনা আমন্ত্রিত অতিথিদেরকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের শহিদ ও মুক্তিযুদ্ধের সকল শহিদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। মন্ত্রিবর্গ ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত