যৌতুকের জন্য গৃহবধূকে বর্বর নির্যাতন
প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৪:৫৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2019/05/19/image-18932.jpg)
যৌতুকের জন্য জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে লোহার রড দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৭ মে (শুক্রবার) রাতে এ মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিত ঐ গৃহবধূকে বর্তমানে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুণ অর রশীদ জানান, চরকাউরিয়া মাস্টারবাড়ী এলাকার নুর ইসলামের মেয়ে ও শাহাজামাল (রা.) বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা শারমিনের সঙ্গে ছয় বছর আগে মাঝপাড়া উত্তর এলাকার হোসেন আলীর ছেলে ও স্থানীয় অ্যাডভ্যান্স কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষক আব্দুল মমিনের বিয়ে হয়। তাদের সংসারে তাসফিয়া নামে একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই মমিন যৌতুকের জন্য শারমিনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।
শুক্রবার রাতে শ্বশুর হোসেন আলী ও স্বামী আব্দুল মমিন মিলে যৌতুকের টাকার জন্য লোহার রড দিয়ে শারমিনকে পিটিয়ে গুরুতর আহত করে আটকে রাখে। এসময় শিশু তাসফিয়াকেও মারধর করা হয়।
পরে শনিবার বিকেলে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুণ অর রশীদ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ শারমিনকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।