বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রকাশ : ১৭ মে ২০১৯, ১২:৫৩

জাগরণীয়া ডেস্ক

বরগুনায় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় সুখী বেগম  নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও অপচিকিৎসার অভিযোগ উঠেছিল বলে জানা গেছে। 

প্রসূতির স্বামী  শাহীন মিয়া জানান, গত ১৪ মে (মঙ্গলবার) বরগুনা টাউন হল এলাকায় ‘কুয়েত প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ প্রসূতিকে সুখীকে নিয়ে আসা হয়। বেলা ০১ টার দিকে তিনি একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। ডাক্তাররা জানান, সুখী সুস্থ আছে। সন্ধ্যার দিকে হঠাৎ সুখীর শারিরীক অবস্থার অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকরা সুখীকে বরিশালে জরুরী ভিত্তিতে পাঠানোর কথা বলেন। জনদের সন্দেহ হলে তারা অ্যাম্বুলেন্সে করে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্দ হয়ে রোগীর স্বজনসহ উপস্থিত জনতা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়।

এ বিষয়ে সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। হাসপাতালটির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি অপচিকিৎসার অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত