অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৫:০৫

জাগরণীয়া ডেস্ক

কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ব্যয়ভার প্রধানমন্ত্রী নিয়েছেন।  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আজ দশ লাখ টাকার চেক স্বজনদের দিয়েছি।

১৩ মে (সোমবার) রাজধানীর আসগর আলী হাসপাতালে এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদের হাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানকে গত ২৬ এপ্রিল রাজধানীর গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। দুই দফা লাইফ সাপোর্টে রাখার পর শনিবার সকালে তাকে কেবিনে নেওয়া হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারিরীক অবস্থা বিবেচনায় এই অভিনেতাকে দেশেই চিকিৎসার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত