চট্টগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বোনের
প্রকাশ : ১২ মে ২০১৯, ১৮:৫৫
জাগরণীয়া ডেস্ক
ভাইকে উদ্দেশ্য করে সন্ত্রাসীর তাক করা বন্দুকের গুলিতে নিহত হয়েছেন বোন বুবলী আক্তার (২৮)।
১১ মে (শনিবার) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মদিনা মসজিদের পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, ব্যক্তিগত জীবনে নিহত বুবলী বিবাহিত এবং তিনি কিছুদিন আগে বাপের বাড়ি বেড়াতে আসেন। স্থানীয় এক সন্ত্রাসীর সঙ্গে হাসান নামে নিহত বুবলীর পরিবারের এক আত্মীয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হাসানকে খুঁজতে ঐ সন্ত্রাসী ঐ বাসায় এসে বুবলীর ভাইয়ের দিকে বন্দুক তাক করলে সামনে এসে পড়েন বুবলী। গুলিবিদ্ধ বুবলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
0Shares